Thursday, June 8, 2023

তুমি মানেই প্রেম


তুমি মানেই প্রেম 

 তীরে নৌকা ভীড়াতেই তুমি খরস্রোতা নদী হয়ে যাও ;

 আমার  দু’চোখ জুড়ে গোধূলির সমাপ্তি, 

 সন্ধ্যার হাহাকার। 

জানি দীর্ঘ অজ্ঞাতবাস শেষে 

তুমি ফিরবে ; 

তোমার শরীর জুড়ে থাকবে

 অন্য পুরুষের ঘ্রাণ। 

পরজীবি পরাগের মেদের নীচে ঢাকা পরে থাকবে আমাদের আদিম প্রেম,  

স্মৃতির পাঠ্য তুমি বেমালুম ভুলে যাবে। 

আর আমার —

চোখের অলিন্দে মৃতপ্রায় অনুভূতির জীর্ণ দেহ 

আকস্মিক বৃষ্টি ঝাপটায় প্রাণ খুঁজে নেবে ; 

বুকের পাদদেশে আগ্নেয়গিরিটা ফুঁসে উঠবে 

এক পৃথিবী অভিমান নিয়ে। 

অযুত কোটি প্রশ্ন তোমার সম্মূখে পেশ করতে গিয়ে বিনয়ী হয়ে উঠবো ;

জিজ্ঞেস করবো — কেমন আছো তুমি?  

উত্তরে আমি জানতে পারবো — তুমি মানেই বুনো হংসী,  অমোঘ মৃত্যু ; তুমি মানেই প্রেম।


-এস আই জিতু


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: